১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে শিশুর ঘাতক রিমান্ডে : পুলিশী অভিযানে অস্ত্র উদ্ধার

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় গুলি করে শিশু হতাকারী ঘাতক বেলালকে নিয়ে পুলিশী অভিযানে ব্যবহৃত দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ১ ফেব্রুয়ারী ভোররাত আড়াই টারদিকে গুলিবর্ষণ করে ৭বছরের শিশু হত্যার টেকনাফ থানার মামলা নং-৩৯/৩০-০১-১৮ইং এর ৩দিনের রিমান্ডে আনা আসামীর স্বীকারোক্তিমতে তদন্তকারী কর্মকর্তা এসআই মহির উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল ধৃত আসামী কবির আহমদের পুত্র বেলাল উদ্দিন (৩০) কে নিয়ে উপজেলার হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ায় অভিযান চালিয়ে তার বসত-ঘরের আঙ্গিনার কোনায় বাঁশ বাগানের গোড়ায় মাটির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরী (এলজি) অস্ত্র উদ্ধার করে। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বলেন,পুলিশ ধৃত আসামীর স্বীকারোক্তিতে তার আস্তানায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কাজে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। রিমান্ড শেষে তাকে ফের আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,গত ৩০ জানুয়ারী বিকাল পৌনে ৪টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ায় তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয় স্বশস্ত্র সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রুপের সদস্য কবির আহমদের পুত্র বেলাল উদ্দিন গুলিবর্ষণ করে খেলারত কাদির হোছনের পুত্র মোহাম্মদ সাদেক (৭) খুন এবং প্রবাসী বেলাল উদ্দিনের পুত্র মোজাহেদ (১০) কে গুলিবিদ্ধ করে আহত করে। পুলিশ তাকে আটক করে এবং ৩৯/৩০-০১-১৮ইং মামলায় ৫দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে। বিচার এই ঘাতকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযান চালিয়ে এই সন্ত্রাসীর আস্তানা হতে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হলেও উক্ত এলাকার বিশাল স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের অস্ত্রভান্ডার অক্ষত থাকায় যেকোন মুর্হুতে আবারো প্রাণহানির আশংকায় সাধারণ মানুষ চরম আতংকে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।