
মিয়নামারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার জেরধরে বিশেষ অভিযানের নামে সেনা বাহিনীর নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকার প্রেরিত ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
১৫ফেব্রুয়ারী বিকাল ৩টারদিকে মালয়েশিয়া সরকার প্রেরিত ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ত্রাণ বোঝাই গাড়ী নিয়ে টেকনাফ উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন মালয়েশিয়া সরকার প্রেরিত এমপি আব্দুল আজিজের নেতৃত্বে ২৫সদস্য প্রতিনিধি দল। এসময় কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার,টেকনাফ উপজেলা ত্রাণ কমিটির সভাপতি ইউএনও মোঃ সফিউল আলম,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী,টেকনাফ মডেল থানা প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রাথমিকভাবে লেদা রোহিঙ্গা বস্তির নবাগত ৫০রোহিঙ্গা পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এরপর পর্যায়ক্রমে অবশিষ্ট রোহিঙ্গা পরিবারের মধ্যে মালয়েশিয়া সরকার প্রেরিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। উল্লেখ্য,টেকনাফে ৫হাজার ৫শ রোহিঙ্গা পরিবারের মধ্যে বিতরণের জন্য খাদ্যসামগ্রী ও নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য,ভোজ্য তেল,কফি,চিনি,চাল,চিকিৎসা সামগ্রী রয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।