২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ধর্ষিত-নির্যাতিত রোহিঙ্গাদের কথা শুনলেন মার্কিন রাষ্ট্রদূত


বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট কক্সবাজারের টেকনাফস্থ অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তি এবং নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় ক্ষুদ্ধ রোহিঙ্গারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানায়।
জানা যায়-৩১জানুয়ারী সকাল সাড়ে ১০টায় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে এসে এনজিও সংস্থা আইওএম (আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা) অফিসে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি বস্তি ঘুরে-ফিরে দেখেন এবং মিয়ানমার হতে নির্যাতনের শিকার হয়ে নবাগত রোহিঙ্গা মৌলভী জামালের সাথে কথা বলেন। এরপর আইওএম অফিসে মিয়ানমার থেকে বসত-বাড়ি,ধন-সম্পত্তি হারিয়ে এবং ধর্ষিত ও নির্যাতিত হয়ে আসা জামবনিয়া, বুড়া সিকদারপাড়া ও ওয়াবেগ এলাকার ১০জন নারীর মধ্যে রাজিয়া,জহির আহমদের স্ত্রী বেগম বাহার মোঃ আয়াছের স্ত্রী ছেহেরা বিবি,মোহাম্মদ কাশেমের স্ত্রী মোস্তফা বেগম,আবু বক্করের স্ত্রী রশিদা বেগম,আক্তার হোছনের স্ত্রী জামালিদা এবং ১০জন পুরুষের মধ্যে বস্তির চেয়ারম্যান ডাঃ দুদু মিয়া,অলি হোছনের পুত্র দিল মোহাম্মদের সাথে বৈঠক করে মিয়ানমারে অমানবিক এবং লোমহর্ষক নির্যাতনের কথা শুনেন। তারা মিয়ানমারে ফিরে যাবে কিনা জানতে চাইলে ক্ষতি-পূরণ প্রদান ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়াসহ নিরাপদ পরিবেশ হলে তারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী বলে জানান। এসময় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সাথে উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশ অফিস প্রধান পেপে কেবি ছিদ্দিকী,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ,উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী,টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলমসহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করে জানান রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আছে। এরপর তিনি দুপুর দেড়টায় নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে ক্যাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকের পর শরণার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পরিদর্শনে বের হলে মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানানো হলেও ক্ষুদ্ধ রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুরা ব্যানার,ফেস্টুন নিয়ে মিয়ানমারে চলমান মানবতা বিরোধী কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এসব বন্ধ করা না হলে মিয়ানমার সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।