
বিদেশি হুইস্কিসহ একজন মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার বিকেলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (কক্সবাজার জ-১১-০২০৫) একজন যাত্রী মাদক পরিবহন করছে সংবাদ পেয়ে উক্ত বাসে তল্লাশি পরিচালনা করেন। তল্লাশিকালে বাসে থাকা যাত্রীবেশী এক মাদক কারবারীর হাতে থাকা একটি কাপড়ের ব্যাগে ১২ বোতল GLAN MASTER হুইস্কি Made in Myanmar পাওয়া যায়, তৎক্ষণাৎ উপস্থিত স্বাক্ষীদের সামনে তালিকা করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিম (৫৫), টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার শামসুল আলমের পুত্র বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন হোয়াইক্ষ্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী। তিনি মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তিনি এ ব্যাপারে সকলের অসহযোগীতা কামনা করেছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।