১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-১


হুমায়ূন রশিদ,টেকনাফঃ টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযানে চালিয়ে ৩লক্ষ ৬৯হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এই ঘটনায় উখিয়া উপজেলার একব্যক্তিকে আটক করা হয়েছে এবং স্থানীয় অপর দুইব্যক্তিকে পলাতক আসামী করে মামলা দায়ের ককরা হয়েছে।
জানা যায়,১০অক্টোবর ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল নিয়ে নাজিরপাড়া ও সাবরাংয়ের মধ্যবর্তী আলুগোল্লা প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর মায়ানমার হতে নাফনদীর শুন্য লাইন অতিক্রম করে একটি হস্তচালিত নৌকা আসতে দেখে অপেক্ষায় থাকে। নৌকাটি আলুগোল্লা প্রজেক্ট বরাবর নাফনদীর কিনারায় আসলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত নৌকা হতে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে উখিয়া উপজেলার পালংখালীর মৃত বাদশা মিয়ার পুত্র মোঃ ইউনুছ (২৮)কে আটক করে। পরবর্তীতে চোরাকারবারীদের ব্যবহৃত নৌকা তল্লাশী করে ইয়াবার বস্তা উদ্ধার করা হয়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯কোটি ২৬লক্ষ ৮৩ হাজার ২শ টাকা মূল্যমানের ৩লক্ষ ৮হাজার ৯শ ৪৪পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ঘটনায় টেকনাফ সাবরাংয়ের মন্ডল পাড়ার লোকমান হাকিমের পুত্র আব্দুল্লাহ ও মকতুল হোছনের পুত্র আলী আহমদ (৪৫)কে পলাতক আসামী করে নিষিদ্ধ মাদক মামলায় ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে গত ৯অক্টোবর রাত সাড়ে ৮টারদিকে হ্নীলা বিওপির নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল ও স্পীডবোট নিয়ে নাফনদীর পূর্ব ফুলের ডেইলে অভিযান চালিয়ে ৬টি ইয়াবার পুটলা উদ্ধার করে। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১কোটি ৮০লক্ষ টাকার ৬০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।