৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

টেকনাফে ফুটবল রেফারী কোর্স উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার প্রথম ফুটবল রেফারী কোর্স উদ্বোধন হলো সীমান্ত উপজেলা টেকনাফে।

উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় হ্নীলা রঙ্গিখালী মাদ্রাসা মার্কেট হলরুমে প্রশিক্ষণ কোর্স শুরু হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও রেফারীজ কমিটি এবং রেফারীজ ডিপার্টমেন্টের সহযোগিতায় রেফারী কোর্সের প্রথম দিনে ৫৩ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

থিউরিটিক্যাল ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইন্সট্রাক্টর তৈয়ব হাসান ও নাজমুল হক।

ক্রিড়ামোদিরা মনে করছে, টেকনাফে নতুন ফুটবল রেফারী কোর্স উদ্বোধন হওয়ায় এখানকার ক্রিড়া জগৎ আরেক ধাপ এগিয়ে গেল। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ রেফারী জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত ইন্সট্রাক্টরদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। তারা পরস্পর কুশল বিনিময়ের পাশাপাশি কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আলোচনা করেন।

সেই সঙ্গে টেকনাফের মতো এলাকায় নতুন ফুটবল রেফারী কোর্স শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।