১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টেকনাফে নিহত দুই পক্ষের মামলার জেরঃ ১৭দিন পর কবর থেকে মৃতদেহ উত্তোলন


টেকনাফে নিহত ব্যক্তিকে নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা এবং পাল্টা মামলার জেরধরে ময়না তদন্তের জন্য দাফনের ১৭দিন পর কবর থেকে এক ব্যক্তির মৃতদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়-৭ফেব্রুয়ারী সকাল ১১টারদিকে কক্সবাজার বিজ্ঞ আদালতের আদেশে জেলা ম্যাজিষ্ট্রেট,স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি,টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ এবং মামলার তদন্ত কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল উপজেলার উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া বড় ডেইল কবরস্থান থেকে মৃত মাষ্টার আয়াজের পুত্র মৌলভী আনোয়ার হোছাইনের মৃতদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য গত ২০জানুয়ারী বড় ডেইল এলাকার মৃত মাষ্টার আয়াজের পুত্র মৌলভী আনোয়ার হোছাইন নিজ বাড়ীতে মারা যান। পরদিন ২১ জানুয়ারী ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফন করা হয়েছিল। এই মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জেরধরে ১সপ্তাহ পরে নিহতের ভাই মোঃ হোছাইন বাদী হয়ে কক্সবাজার আদালতে স্ত্রীসহ কয়েকজনকে আসামী করে ১টি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে নিহতের শ্বশুড় বাদী হয়ে একই আদালতে পাল্টা আরো একটি হত্যা মামলা দায়ের করেন। টেকনাফ মডেল থানা পুলিশকে মামলা দুটি তদন্তের নির্দেশনা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।