৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টেকনাফে নারী পুরুষ সহ ৬৬ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ দালাল আটক

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিমদের মধ্যে রয়েছে ১৮ পুরুষ, ১১ নারী ও ৩৭ শিশু।

 

তারা সকলে টেকনাফ-উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃত মানব পাচারকারী সদস্যরা হলেন, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫), একই এলাকার সুলতান আহাম্মদের ছেলে নুরুল কবির (২৭), রশিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম (২৪) ও চট্টগ্রাম জেলার গাছুয়া ইমান আলী চৌকিদার বাড়ির বর্তমানে শ্বশুর বাড়ি সাবরাং ইউনিয়নের কোয়াইংছড়ি পাড়ার আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মোঃ শিপন (৩২)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, রবিবার ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা আব্দুল আমিনের অস্থায়ী এক তাবু ঘরে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করেছে ; এমন তথ্যে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে তাবু ঘরের ভেতর থেকে ১৮ জন পুরুষ, ১১ জন নারী, ৩৭ শিশু-জনসহ সর্বমোট ৬৬ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই সময় ০৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।