১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে দেশীয় অস্ত্রসহ আটক-১: পরিবারের দাবী ষড়যন্ত্র

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যংয়ে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে পরিবারের দাবী তাকে ষড়যন্ত্রমুলকভাবে ফাঁসানো হয়েছে।
জানা যায়,১০জানুয়ারী দুপুর পৌনে ১টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নির্মল চাকমা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ফোর্স নিয়ে বালুখালীপাড়া আমতলী ঘোনায় অভিযান চালিয়ে মৃত আব্দুল জাব্বার প্রকাশ কালু খলিফার পুত্র মোঃ ইউছুপ (৩৫)কে দেশীয় তৈরী একটি পাইপ গান, ১টি চাকু ও ১টি কারেন্টের প্লাসসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান,অস্ত্রসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা স্বীকার করেন।
তবে স্থানীয় ইউপি মেম্বার সিরাজুল ইসলাম লালু বলেন, আব্দুর রহমান এবং ইউছুপের মধ্যে ১মাস আগে ঝগড়া হয়। আজকে সে কারেন্টের কাজ করে ভাত খেতে বাড়ি ফেরার সময় তাকে আটকানো হয়। তার নিকট ১টি চুরি ও কারেন্টের প্লাস ছিল কিন্তু অস্ত্র দিয়ে ইউছুপকে ফাঁসানো হয়েছে।
এদিকে অভিযুক্ত ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ও স্থানীয় মৃত ফরিদ আলমের পুত্র আব্দুর রহমান (৩৪) বলেন, ধৃত ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে ঘোরা-ফেরার সময় জনতার চোখে পড়ে। তাকে আটকের জন্য আমার সহায়তা চাইলে আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।
আটক ব্যক্তির স্ত্রী গোলজার বেগম (২৮) বলেন,আব্দুর রহমানের সাথে আমার স্বামীর ঝগড়া ছিল। আজ বাহাদুর নামে এক ব্যক্তি মারধর করে ধরে আনে। এরপর অস্ত্র দিয়ে পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তবে অস্ত্রসহ আটকের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।