১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টেকনাফে তার ছিঁড়ে মৃত্যু ২, দায় নিচ্ছে না বিদ্যুৎ কর্তৃপক্ষ

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট হয়ে একই পরিবারের দুইজন নিহতের ঘটনায় দায় নিচ্ছে না বিদ্যুৎ কর্তৃপক্ষ।

তারা বলছে, বাতাসে খুঁটির তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটেছে। এর দায় বিদ্যুৎ অফিসের নয়।

অন্যদিকে স্থানীয়রা বলছেন,‌‌ বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা হয়েছে। তারা এ দায় এড়াতে পারে না।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় আব্দুল আমিনের বসতঘরের টিনের চালে মেইন তার ছিঁড়ে আব্দুল আমিনের বোন রমিদা বেগম ও তার আত্মীয় কলিম উল্লাহ নিহত হন।

আরও পড়ুন: ঘরের চালে বিদ্যুতের তার, পরিবারের ২ জনের মৃত্যু, আহত ২

এ ঘটনায় আমিনের মেয়ে রোকেয়া আক্তার ও রমিদার মেয়ে নাইমা আক্তার নিহত হন। তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মো. ইব্রাহিম ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা হয়েছে। ঢিলেঢালা তারগুলো মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও তাদের অবহেলা করা হয়।

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার বলেন,‌‌ ‘বাতাসে বিদ্যুতের তার আব্দুল আমিনের বাড়িতে পড়ে দুইজন নিহতের খবর শুনেছি। কিন্তু এটি একটি দুর্ঘটনা। এখানে বিদ্যুৎ কর্তৃপক্ষ কী করবে।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল জানান, বিদ্যুৎস্পর্শে আহত দুইজনের মধ্যে ১২ বছরের কিশোরী রোকেয়ার অবস্থা গুরুতর। তার পা পুড়ে যাওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাইমা আকতার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

শাহপরীর দ্বীপ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জায়েদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।