১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে ডাকাতের আস্তানায় র‌্যাবের অভিযানে ১৭টি অস্ত্র ৪৩৭রাউন্ড গুলিসহ দুই সহযোগী আটক

র‌্যাব-৭এর বিশেষ টিম টেকনাফের ডাকাত ও অপরাধীদের পাহাড়ী আস্তানায় অভিযান চালিয়ে বিপূল পরিমাণ অস্ত্র-বুলেটসহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক করেছে। পুরো টেকনাফের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সাধারণ মানুষ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছে।
গত ৭আগষ্ট সন্ধ্যা হতে রাত ৯টা পর্যন্ত কক্সবাজার র‌্যাব-৭এর ইনচার্জ মেজর রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের বিশেষ চৌকষ দল ডাকাতের আস্তানা দূর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ পৌর এলাকায় পুরাতন পল্লান পাড়ার দলিলুল রহমান প্রকাশ ধইল্লার পুত্র ফরিদ আলম (৩৭) ও আবুল হাসেম মাঝির পুত্র শামসুল আলম (২২)কে আটক করে। পরে ধৃতদের স্বীকারোক্তিতে দফায় দফায় অভিযান চালিয়ে ১৫টি শুটারগান,২টি পিস্তল ও ৪৩৭রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের তথ্য প্রকাশ করে জানানো হয়,রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের আস্তানায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে আর্ন্তদেশীয় ডাকাত দলের দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করতে সক্ষম হয়। আটকৃতরা রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী হিসাবে সীমান্তে হত্যা,ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। অভিযান চলাকালীন আরো বেশ কয়েকজন সহযোগী পালিয়ে গেছে বলে জানা যায়। এই ব্যাপারে পৃথক দু‘টি মামলা দায়েরের পর আটক ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্রাদি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সীমান্ত জনপদ টেকনাফের ৩লক্ষাধিক মানুষ এবং দুই লক্ষাধিক রোহিঙ্গা অবৈধ অস্ত্রধারীদের অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছে। আগামীতে টেকনাফের শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে এই অভিযান জোরদার করার দাবী উঠেছে বিভিন্ন স্তর থেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।