১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

টেকনাফে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭


কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের শামলাপুর জাহাজপুরা এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল পৌনে ৩ টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এঘটনা ঘটেছে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হচ্ছে, হেদায়তুর রহমানের ছেলে ছৈয়দ নুর (৩৫), আব্দুর শুক্কুরের ছেলে শাহজাহান (২৩), তার ছোট ভাই জাফর আলম (১৮), লাল মিয়ার ছেলে নুরুল আলম (৬০), আব্দুল লতিফের ছেলে সৈয়দুল আলম (২৬), এরশাদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৩০) ও নজির আহমদের ছেলে আবু ছিদ্দিক (৩০)।
আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাতজনের মধ্যে ৩ জনের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে এবং বাকিদের ২০ শতাংশ শরীর পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। যাদের ২০ শতাংশের বেশী পুড়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়ার ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন জানান, তারা সবাই নামাজ পড়ে এসে একটি চায়ের দোকানের সামনে বসা ছিল। হঠাৎ গ্যাস বের হচ্ছে দেখে দোকানদার বন্ধ করতে গেলে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডারটি। এতে তারা আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।