১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

টেকনাফে এমপি বদির মুক্তির দাবীতে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

teknaf-pic-b-1-05-11-16
দূদকের দায়ের করা সম্পদের তথ্য গোপন করার মামলায় এমপি বদিকে সাজা ও জরিমানা দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তার নির্বাচনী এলাকায় অবিলম্বে মুক্তি দাবী করে পৃথকভাবে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
জানা যায়-৫নভেম্বর সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ পৌরসভার আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে নারীরা দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে এমপি বদির মুক্তির দাবীতে ‘গরীবের বন্ধু এমপি বদির মুক্তি চাই,টেকনাফে শান্তি চাই,গরীবের পেটে ভাত চাই’সম্বলিত প্লেকার্ড-ব্যানার নিয়ে মানব বন্ধন করে। অপরদিকে বিকাল ৪টায় উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শামলাপুর বাজারে এমপি বদির মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলভী আজিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহমদ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন এমএ,টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিন,হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচকে আনোয়ার চেয়ারম্যান,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান মিয়া,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,শিক্ষাবিদ শহীদ উল্লাহ,সাবেক জেলা ছাত্রলীগ সদস্য সরওয়ার আলম,বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোছন,সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিক,হ্নীলা ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশুর কিশোর পরিষদের সভাপতি রিদুওয়ানুল ইসলাম রিমন প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে এমপি বদির মুক্তি দাবী করেন। ####

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।