
বিশেষ প্রতিবেদকঃ টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় উদ্ধার হলো আরও এক রোহিঙ্গা কিশোরীর মরদেহ। টেকনাফের সাবরাং এলাকা থেকে মঙ্গলবার সকালে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। গত সোমবার ভোররাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত এটিসহ ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে রোববার দিবাগত রাতে নারী, শিশুসহ ৫০-৬০ জনের বেশি রোহিঙ্গা ইঞ্জিনচালিত ওই নৌকায় করে টেকনাফে আসছিল। সোমবার ভোররাত তিনটার দিকে নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপের সাগরের মোহনায় ঢেউয়ের তোড়ে পড়ে ডুবে যায়। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১ মরদেহ ও ২১ জনকে জীবিত উদ্ধার করে। এসময় অনেকে নিখোঁজ ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।