২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক : নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১৫ কোটি টাকার মূল্য মানের ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো:নুরুন্নবী (২৭) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় মাদক পাচারের দায়ে একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২০জুন) ভোরে সাবরাং জিন্নাহখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরুন্নবী মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো:মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার (২০জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাহখাল দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদর ও সাবরাং বিওপি থেকে দুইটি টহলদল ওই স্থানে বেড়ীবাঁধের আঁড় নিয়ে একটি দল কৌশলগত অবস্থান নেয় এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় থাকে।টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক২০০গজ এদেশের সীমান্তে জিন্নাহখালের দিকে আসতে দেখে।এসময় নৌ টহলদল এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় এবং অপর দুই চোরাকারবারি নৌকা থেকে লাফিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় কালো পলিব্যাগে মোড়ানো একটি পুটলা থেকে৩কেজি১৬১গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।অবৈধ মাদক পাচারের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।তিনি আরও জানান,উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও কাঠের নৌকাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।