
বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-১৫। এসময় ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ৪৮ লক্ষ ৬৫ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারি হলো টেকনাফের হোয়াক্ষ্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার ওয়াস করিমের পুত্র মোঃ সরওয়ার কামাল।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে
টেকনাফের মহেশখালীয়া পাড়ার পুরান দফাদারের বাড়ির পার্শ্বে র্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ থেকে ৪৮ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৭৩০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জব্দকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।