১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ পাচারকারী আটক


বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে অর্ধকোটি টাকা মূল্যের ১০ হাজার পিছ ইয়াবাসহ এক পাচারকারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার দিবাগত রাতে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি টেকনাফ ৭ নং ওয়ার্ড উত্তর জালিয়াপাড়া (উচু বাজার পূর্ব দিকের গলি) এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, জালিয়াপাড়া এলাকায় আনোয়ার এর চা দোকানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি মতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা মোতাবেক মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬২ লক্ষ ৮২ হাজার ৩১৮ ইয়াবা উদ্ধার করেছে। পাশাপাশি ২২ হাজার ৫১৩ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪৩৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ২ লক্ষ ৯৪ হাজার ৯৩০ লিটার দেশীয় তৈরী মদ, ৬৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ৩০০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম জব্দ করতে সক্ষম হয়। শনিবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।