
টেকনাফ থানা পুলিশ আতœহত্যাকারী ৩সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে। তার লিখে যাওয়া চিরকুট থেকে স্ত্রীর সাথে অভিমানে আতœহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়,৮মে সকালে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নির্মল সর্ঙ্গীয় পুলিশ নিয়ে টেকনাফ পৌর এলাকার পুরান পল্লান পাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র ও ৩কন্যার জনক আব্দুর রহিম (৪০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই আব্দুল হাকিম ও আব্দুর রহমানের নিকট রেখে যাওয়া চিরকূট পুলিশ উদ্ধার করে। এতে তার স্ত্রী মাহফুজা সালমাকে উদ্দেশ্য করে চিরকুটে লিখেন,“৩কন্যাকে তোমার কাছে দিয়ে গেলাম,ক্ষমা করে দিও এবং দোয়া করিও”মা ও ভাইদের উদ্দেশ্যে লিখেন,এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার জন্য সকলে দোয়া করিও,আমি পরপারে চলে গেলাম’শেষ আরেক বাক্যে লিখেন,“আত্মহত্যা ছাড়া তার আর কোন বিকল্প পথ ছিলনা”বলে উল্লেখ করেন। তথ্যানুসন্ধানে বেরিয়ে এসেছে নিহত আব্দুর রহিমের দাম্পত্য জীবনে নানা কলহের কথা। তাদের সংসার জীবনে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে প্রায় সময় কলহের সৃষ্টি হতো। এরই জেরধরে স্ত্রী বাপের বাড়িতে গিয়ে প্রায় দুই বছর যাবত ফিরে না আসায় হতাশ হয়ে আব্দুর রহিম আতœহননের পথ বেচে নেন। সকালে টেকনাফ থানা পুলিশের এসআই নিলয় লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।