
টেকনাফে বিয়ের বিষয় নিয়ে মার সাথে অভিমান করে বাড়ি ত্যাগ করা যুবকের মৃতদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়-২৪ডিসেম্বর সকাল ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যংয়ের একটি পুকুর থেকে স্থানীয় সৌদি প্রবাসী রশিদ আহমদের পুত্র আমির উল্লাহ (২২)এর ভাসমান মৃতদেহ দেখতে পেলে হৈ ছৈ পড়ে যায়। বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে হোয়াইক্যং ফাঁড়ির আইসি রিপন কুমার দাশ এই মৃত্যুর খবর পেয়ে বিকাল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর পোস্ট মর্টেমের জন্য লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই ব্যাপারে আইসি রিপন কুমার দাশ জানান-লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে এবং কাল সকালে মর্গে প্রেরণ করা হবে। এদিকে প্রতিবেশীরা জানায় গত মাসে আমির উল্লাহর সাথে স্থানীয় কবির আহমদের মেয়ে ইয়াছমিন আক্তারের বিয়ের কথা পাকাপোক্ত হওয়ার পর হতে মনোমালিন্য চলে আসছে। এরই জেরধরে গত ২দিন আগে আমির উল্লাহ অভিমানে নিখোঁজ হয়ে যায়। অবশেষে সকালে পার্শ্ববর্তী পুকুরে ভাসমান লাশ পাওয়া যায়। এই ঘটনার পর পরিবারের শোকের ছায়া নেমে আসে। ###
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।