৯ আগস্ট, ২০২৫ | ২৫ শ্রাবণ, ১৪৩২ | ১৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

টেকনাফ হোয়াক্যংয়ের লবণ মাঠে মিললো সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে জাফর প্রজেক্টের লবণ মাঠে পরিত্যক্ত অবস্থায় মিললো আড়াই লাখ পিস ইয়াবা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এই ইয়াবা উদ্ধার করেছেন। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ইয়াবার মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে  ইয়াবা বড়ির একটি চালান আসার গোপন সংবাদ পাওয়া যায়। এই খবরে মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে জীম্মংখালী বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের হোয়াইক্যংয়ে জাফর প্রজেক্টের লবণ মাঠ এলাকায় অবস্থান নেয়। এসময় একদল সন্দেহভাজন লোক বস্তা মাথায় নিয়ে হোয়াইক্যং জাফর প্রজেক্ট লবণ মাঠ এলাকা দিয়ে নয়াবাজারের দিকে যাচ্ছে। বিজিবির টহল দল এসময় তাদের দূর থেকে থামার নির্দেশ দিলে তারা দৌড়াতে থাকে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে চোরাকারবারিরা বস্তাটি ফেলে দ্রুত অন্ধকারের সুযোগে পাশের গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।