২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

টেকনাফ হোয়াক্যংয়ের লবণ মাঠে মিললো সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে জাফর প্রজেক্টের লবণ মাঠে পরিত্যক্ত অবস্থায় মিললো আড়াই লাখ পিস ইয়াবা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এই ইয়াবা উদ্ধার করেছেন। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ইয়াবার মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে  ইয়াবা বড়ির একটি চালান আসার গোপন সংবাদ পাওয়া যায়। এই খবরে মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে জীম্মংখালী বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের হোয়াইক্যংয়ে জাফর প্রজেক্টের লবণ মাঠ এলাকায় অবস্থান নেয়। এসময় একদল সন্দেহভাজন লোক বস্তা মাথায় নিয়ে হোয়াইক্যং জাফর প্রজেক্ট লবণ মাঠ এলাকা দিয়ে নয়াবাজারের দিকে যাচ্ছে। বিজিবির টহল দল এসময় তাদের দূর থেকে থামার নির্দেশ দিলে তারা দৌড়াতে থাকে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে চোরাকারবারিরা বস্তাটি ফেলে দ্রুত অন্ধকারের সুযোগে পাশের গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।