৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ

টেকনাফ প্রতিনিধি :

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে পর্যটকদের আরো আর্কষনীয় করে তোলা হবে। সেন্টমার্টিনকে রক্ষায় পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকল্পানায় শুধু সেন্টমার্টিন নই, কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চলসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই উন্নয়নে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর পরিদর্শন শেষে সেন্টমার্টিন যাত্রাকালে এসব কথা বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কৃতপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডো জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মু: আবুল মনসুর, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার শেখ মিজবাহ উদ্দিন আহমদ, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী প্রমূখ।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের দেশে যত বেশি পর্যটক ভ্রমণে আসবে, অর্থনৈতিক সক্ষমতা তত বাড়বে। প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সেখানে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা কাজ করছেন। বাংলাদেশ একটি মাত্র দেশ যা জলবায়ু মোকাবেলায় নিজস্ব অর্থায়ান গঠন করেছে। তাছাড়া মিয়ানর সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগ রয়েছে। ’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।