
কক্সবাজারের টেকনাফে সাগর থেকে ভাসমান ‘অর্ধ-গলিত অবস্থায়’ অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় বঙ্গোপসাগর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।
নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর এবং তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
ওসি মজিদ বলেন, শনিবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় বঙ্গোপসাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছে সাগর থেকে অর্ধ-গলিত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেছে।
“কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় মৃতদেহটি বিকৃত হয়ে গেছে। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তার চোখ ও অন্ডকোষ সাগরের মাছ বা অন্য প্রাণীরা খেয়ে ফেলেছে। তার পরনে কোন ধরনের কাপড় ছিল না।”
ওসি বলেন, সাগরে কোন ট্রলার ডুবির ঘটনায় নাকি কেউ তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।