৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

ঝুঁকিপূর্ণ ঘুমধুম প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা

UKHIYA PIC 18.03.2015(2)
উখিয়া উপজেলা সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ প্রতিয়মান হওয়ায় স্কুলে পড়ালেখাসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে পরিত্যক্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম। সু-উচ্চ পাহাড়ের চূড়ায় ২০০৫-২০০৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ত্রু“টি সম্পন্ন নির্মাণ কাজের পাশাপাশি মানসম্পন্ন না হওয়ার কারণে বিদ্যালয়ের অনেকাংশে খন্ড খন্ড প্যালেস্টারা উঠে যায়। ফলে বর্ষা মৌসুমে ছাদ ছুয়ে বৃষ্টির পানি পড়ার কারণে ওই ভবনটি ক্রমশ জরাঝির্ণ হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগের সূত্র ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী জামিল ইব্রাহিম ওই ভবনটি পরিদর্শন করে পড়ালেখার অনুপযোগী বলে রিপোর্ট প্রদান করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল বুধবার সরেজমিন বিদ্যালয় ভবন ঘুরে দেখে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করে সেখানে পড়ালেখার না করার জন্য সিলগালা করে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির আহমদ জানান, এ ভবনটি যেকোন সময়ে ধ্বসে পড়ার আশংকা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভবনটি পরিত্যক্ত ঘোষনা করায় অনাকাংঙ্খিত ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্কুলের ছাত্রছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকারা। ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।