কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকেট পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরীর পুত্র সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান টিপু সুলতান। নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে এ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৬ সালের ২৮ মে ঝিলংজা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন টিপু সুলতান।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়। এমন ঘোষণা শোনার পর দলীয় নেতা কর্মীরা অভিনন্দন জানান।
চেয়ারম্যান টিপু সুলতান প্রতিক্রিয়ায় বলেন, ‘সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ১১ নভেম্বর নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচিত হব বলে আশাবাদী। দলীয় প্রতীক পাওয়ায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি আরও জানান, মনোনয়ন বোর্ডে দলীয় ৪ জন ব্যক্তি নৌকা প্রতীক চেয়েছেন। তার মধ্যে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সবার দোয়া ও আশীর্বাদ চাই। সকল ভেদাভেদ ভুলে আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিনীত অনুরোধ জানান তিনি।
টিপু সুলতান ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করেন। স্কুল থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও কক্সবাজার জেলা ছাত্রলীগের একাধিক কমিটির দায়িত্ব পালন করেন।
এ সময় বিএনপি-জামাত বিরোধী অন্দেলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। যে কারনে নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে শুরু করে চারদলীয় জোট সরকারের আমলে কক্সবাজার জেলা ছাত্রলীগের দায়ীত্ব পালন করেন। এরপর জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা টিপু সুলতানের পিতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। স্বাধীনতার পর থেকে কক্সবাজার জেলা আ.লীগের নেতা ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।