১৪ ডিসেম্বর, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ২২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

জেলা যুবদল নেতা নেজাম উদ্দীন এক লাখ পিস ইয়াবাসহ অাটক


কক্সবাজার জেলা যু্বদলের সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীনসহ দুই জনকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করেছে সিটিটিসি’র স্পেশাল এ্যাকশন গ্রুপ। রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এই সময় আরো ৩ জন পালিয়ে যায়। শুক্রবার তাদের আটক করা হলেও আইনশৃংখলা বাহিনী পক্ষ থেকে বিষয়টি এই মাত্র নিশ্চিত করেছেন।
নেজাম উদ্দিন ছাড়াও আরেকজন শ্রী শীপক মল্লিক বুরং বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রাইভেট কারে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। গ্রেফতারকৃত নেজাম উদ্দিন কক্সবাজার জেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়। কক্সবাজারে যুবদলের আরো ৩ নেতা সহ নেজাম উদ্দিনের একটি সিন্ডিকেট সারা দেশে ইয়াবা পাচার করে আসছিলো। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত আছে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সর উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল কক্সবাজার সময় ডটকমকে জানান, টেলিভিশনের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কোন ইয়াবাসহ মাদক ব্যবসায়ির স্থান যুবদলে হবে না।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।