২৩ জুলাই, ২০২৫ | ৮ শ্রাবণ, ১৪৩২ | ২৭ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের

জেলা বিএনপির নতুন কমিটি, উজ্জীবিত নেতাকর্মীরা

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাাজর জেলা বিএনপির ঘোষিত কমিটি হাতে নিয়ে বৃহ¯পতিবার বিকালে কক্সবাজার পৌঁছেন নবগঠিত কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সেখানে উৎসুক দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির এই কান্ডারীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় পর্যন্ত এগিয়ে দেয়।

ইতোমধ্যে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন প্রিয় নেতাদের উঞ্চ সংবর্ধনা-অভিবাদন জানিয়ে শ্লোগানে মুখরিত করে তুলে। হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন ঘোষিত কমিটির জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ সময় নেতাকর্মীদের পতি ধন্যবাদ জ্ঞাপন করেও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন এই দুই নেতা। সংক্ষিপ্ত সংবর্ধনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, আতাউল্লাহ বোখারী, যুব বিষয়ক সম্পাদক ছৈয়দ আহমদ উজ্জল, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন জিকু, জিসান উদ্দিন জিসান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ বিএনপির সভাপতি জাফর আলম, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে কারা স্থান পেয়েছে তা দেখতে এ সময় উৎসাহী নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রচুর ভীড় করে। নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।