১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

জেলা বিএনপির নতুন কমিটি, উজ্জীবিত নেতাকর্মীরা

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাাজর জেলা বিএনপির ঘোষিত কমিটি হাতে নিয়ে বৃহ¯পতিবার বিকালে কক্সবাজার পৌঁছেন নবগঠিত কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সেখানে উৎসুক দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির এই কান্ডারীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় পর্যন্ত এগিয়ে দেয়।

ইতোমধ্যে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন প্রিয় নেতাদের উঞ্চ সংবর্ধনা-অভিবাদন জানিয়ে শ্লোগানে মুখরিত করে তুলে। হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন ঘোষিত কমিটির জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ সময় নেতাকর্মীদের পতি ধন্যবাদ জ্ঞাপন করেও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন এই দুই নেতা। সংক্ষিপ্ত সংবর্ধনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, আতাউল্লাহ বোখারী, যুব বিষয়ক সম্পাদক ছৈয়দ আহমদ উজ্জল, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন জিকু, জিসান উদ্দিন জিসান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ বিএনপির সভাপতি জাফর আলম, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে কারা স্থান পেয়েছে তা দেখতে এ সময় উৎসাহী নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রচুর ভীড় করে। নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।