১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক প্রার্থী আনোয়ারের ঈদ শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসাইন।

সোমবার, মঙ্গলবার ও বুধবার এই তিন দিনে উখিয়া-টেকনাফ উপজেলার দলীয় কার্যালয় ও বিভিন্ন হাট-বাজার গিয়ে তিনি সাধারন মানুষ থেকে শুরু করে উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, টেকনাফের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফের চেয়ারম্যান সোনালীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী আনোয়ার হোছাইনের সঙ্গে ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে উখিয়া-টেকনাফের উচ্চপদস্ত নেতাকর্মীদের মুখে শুনা যায়, অত্যন্ত মেধাবী এই ছাত্রনেতা তার ব্যক্তিগত ইমেজ সৃষ্টি করে উখিয়ার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আনোয়ার হোসাইন পারিবারিকভাবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ ও লালন করেন বলেই তিনি এই অল্প বয়সেই নেতাকর্মীর মধ্যে তিনি এত ভালবাসা অর্জন করতে পেরেছেন।

এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পারিবারিকভাবে হৃদয়ে ধারণ করে বড় হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের যে সংগ্রাম শুরু হয়েছে, একজন ক্ষুদ্র সমর্থক হিসেবে সেই সংগ্রামে শরিক হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।