১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

জেলা ছাত্রলীগের নতুন সম্পাদক তানিমকে বরণে হাজারো নেতাকর্মীর অপেক্ষা

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার নতুন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিমকে বরণ করতে হাজারো নেতাকর্মী অপেক্ষার প্রহর গুনছেন। জেলা ও শহর ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বিমান বন্দরে আসার প্রস্তুতি গ্রহন করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রায় ৫ শতাধিক গাড়ির বহর নিয়ে কক্সবাজার বিমান বন্দর থেকে তাকে বরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার সাধারন সম্পাদক শাকিল আজম কক্সবাজার সময় ডটকমকে জানিয়েছেন, আজ সোমবার বিকাল আড়াইটার দিকে ঢাকা থেকে বিমান যোগে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিমসহ কেন্দ্রীয় নেতা কক্সবাজারে পৌছবেন। তানিমসহ সকলকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


তিনি আরও জানান, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের আগমনের খবরটি সকল নেতাকর্মীদের মাঝে দেয়া হয়েছে। জেলা ও শহর ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিমান বন্দরে উপস্থিত থাকবেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে নভোএয়ার এর একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্যেশে রওয়ানা করবেন তাঁরা। ওই ফ্লাইটে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কক্সবাজার জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা এডভোকেট জাকিরুল করিম ইমরান, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অাভাষ শর্মা বিশু এতে উপস্থিত থাকবেন।
সূত্রটি আরও জানিয়েছেন, ছাত্রলীগ নেতারা কক্সবাজার বিমান বন্দর থেকে সোজা আসার পথে বীর মুক্তিযোদ্ধা মরহুম একে এম মোজ্জাম্মেল হকের কবর জিয়ারত।


সেখান থেকে শহরের লালদীঘি পাড়ের দলীয় কার্যালয় অবস্থান শেষে, রুমালিয়ার ছড়া নতুন খুরুস্কুল রোড রাস্তার মোড়ে জেলা ও শহর ছাত্রলীগ এর উদ্দ্যোগে বরণ অনুষ্ঠানে যোগ দিবেন মোরশেদ হোসাইন তানিমসহ হাজারো নেতাকর্মী।
প্রসঙ্গতঃ ১৮ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিমকে নতুন ভারপ্রাপ্ত সাধার সম্পাদকের দায়িত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি/ সাধারন সম্পাদক।

সম্পদনায়, এ এইচ সেলিম উল্লাহ, সম্পাদক, কক্সবাজার সময় ডটকম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।