
দেশে যে কোন সংকট মোকাবেলায় ঐতিহাসিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের মূলমন্ত্র ঐক্য শিক্ষা শান্তি প্রগতিকে ধারণ করে মানবপ্রেমে উজ্জ্বীবিত ছাত্র ইউনিয়ন কর্মীরাই পারে শোষণমুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) কক্সবাজার শহরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী সাংগঠনিক কর্মশালায় দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নারী নিপীড়ন বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা লিটন নন্দী এসব কথা বলেন।
কক্সবাজার জেলা সংসদ সভাপতি অর্পন বড়–য়ার সভাপতিত্ব অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরব দেব, জাতীয় পরিষদ সদস্য অন্তিক চক্রবর্তী, জেলা সংসদের সহ সভাপতি আবুল মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস ও সাবেক দপ্তর সম্পাদক রাহুল মহাজন। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল দাশ।
এতে জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, কোষাধ্যক্ষ জয় বড়–য়া, দপ্তর সম্পাদক শুভজিৎ রুদ্র, সাংস্কৃতিক সম্পাদক শেখর পাল, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক তনয় দাশ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক একরামুল হক বাবু, সদস্য সিপ্ত বড়–য়া, পার্থনাথ দে এবং ছাত্র ইউনিয়ন নেতা ইমন বিশ্বাস, সুকান্ত মল্লিক, মিশুক শর্মা, ইফাজ উদ্দিন, প্রমিজ চৌধুরী, মো. আনাম, জয় ধর আবির, ঋত্বিক বড়–য়া, মংবাহেন রাখাইন ও তপ্সে বড়–য়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।