৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

জামায়াত বিএনপির ‘বি-টিম’: ওবায়দুল কাদের

জামায়াতকে বিএনপির ‘বি-টিম’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ‘কৌশলগত’- মির্জা ফখরুলের এমন বক্তব্য শুনে মনে হয় জিয়া কবরে শুয়ে ছটফট করছেন।

১৪ মে রোববার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ‘কৌশলগত’- মির্জা ফখরুলের এই বক্তব্য শুনে মনে হয় জিয়া কবরে শুয়ে ছটফট করছেন। কারণ জামায়াত ছাড়া বিএনপির কোনো অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, জামায়াত হলো বিএনপির বি-টিম। বিএনপি আর জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এর আগে সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে দেড়শ কোটি টাকা ব্যায়ে জেলার ২১টি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ-ঢাকা সড়কের পূর্ব ব্রজেরহাটি এলাকায় একটি ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোরাব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. মতিন হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, সিরাজদিখান-টঙ্গীবাড়ী (সার্কেল) এএসপি কাজী মাকসুদা লীমা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।