৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্যারচর ও ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে এমপি জাফর

বার্তা পরিবেশক:

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও লক্ষ্যারচর ইউনিয়নে। দুই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। এ সময় তিনি দলের আগামীর কর্মপন্থা নির্ধারণসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বক্তব্য দেন এমপি জাফর আলম।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবার সদস্যদের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেটের সঞ্চালনায় আলোচনা সভায় দলের উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।অপরদিকে ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীসহ দলের উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।