২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

জাতীয় দলের নারী ক্রিকেটারদের কঠোর অনুশীলন চলছে কক্সবাজারে

cox-women-300x164
সামুদ্রিক সুশীতল হাওয়া আর দৃষ্টিকাড়া সবুজ ঝাউবীথির সঙ্গে মিতালী করেই যেন ব্যাট ও বলের কঠোর অনুশীলন চলছিল টাইগ্রেসদের। এরইমধ্যে ঢাকা থেকে খবর আসে দলের নেতৃত্ব পরিবর্তন হওয়ার। অনেকটা অকল্পনীয়ভাবে দায়িত্বটা ভর করেছে অলরাউন্ডার রুমানার উপর। এমন খবরে বেশ খুশি রুমানাও।
আলাপকালে রুমানা বলেন- ‘আমার বাবাসহ পরিবারের বেশিরভাগ সদস্য দেশের বাইরে থাকেন। টিভি স্ক্রলে আমাকে অধিনায়ক নির্বাচিত করার খবরটি দেখে তারাও ফোন দিয়েছেন। বলেছেন- আমরা খুব খুশি হয়েছি।’
রুমানা আরও বলেন- ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো সালমা আপুদের মতো একদিন জাতীয় দলের নেতৃত্ব দেবো। ধরাও দিয়েছে বহুদিনের অধরা সেই স্বপ্ন। তাই ক্রিকেট বোর্ড কর্তাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছেও শুকরিয়া জ্ঞাপন করতে ভুল করেননি নতুন অধিনায়ক রুমানা আহমেদ।
এদিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কিনারে সালমা, ইতু জাহানারাদের ঘাম ঝরা কষ্টই বলে দেয় লক্ষ্য তাদের এশিয়া কাপে ভাল কিছু করার। সেই লক্ষ্যে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে টাইগ্রেসদের কঠোর অনুশীলন চলছে প্রতিদিন। ১ নভেম্বর থেকে টানা অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। এতে বেশ সন্তোষ্ট কোচ ডেভিট ক্যাপল। বিশেষ করে কক্সবাজারের চমৎকার কন্ডিশনের উইকেট মন কেড়েছে তার। তার মতে, কক্সবাজারের উইকেট ও আবহাওয়া দু’টিই অনেকটা বিদেশের সাথে মিলে যায়। তাই এমন সুন্দর কন্ডিশনে অনুশীলন করাতে পেরে এশিয়া কাপে মেয়েদের কাছ থেকে ভালো কিছু আশা করছেন ইংলিশ এই কোচ।
তিনি জানান- কক্সবাজারে অনুশীলনরত রুমানা বাহিনী বর্তমানে শুধু নেটের ভেতরেই ব্যাট বলের অনুশীলন সীমাবদ্ধ না রেখে একদিন পরপর একটি করে টি-টেয়েন্টি ম্যাচও খেলছেন। এতে সবার মাঝে কিছু ভালো অভিজ্ঞতা ও কৌশল তৈরী হচ্ছে বলে মনে করছেন কোচ। তাইতো সাগর পাড়ে মেয়েদের সুন্দর পারপরমেন্স নিয়ে বেশ আশাবাদী কোচ ডেভিট ক্যাপল। বিসিবি কতৃপক্ষ জানিয়েছেন- সবকিছু ঠিকটাক থাকলে আগামী ১৮ নভেম্বর কক্সবাজার ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।