
কক্সবাজার বিমান অবতরনের পর থেকে টেকনাফ যাওয়া পর্যন্ত জনতার ঢল দেখেই অবিভূত হয়েছেন সাংসদ আবদুর রহমান বদির ছেল শাওন আরমান। বিমান বন্দর থেকেই পিতা- পুত্র এক গাড়িতে করে উখিয়া টেকনাফের লাখো জনতাকে অভিবাদন জানিয়ে টেকনাফ গিয়েছেন। উখিয়ার মরিচ্যার লাল ব্রিজ থেকে শুরু করে সব পথ সভায় পিতার পাশে ছিলেন শাওন। কৌশলে রাজনীতির মাঠে শাওন আরমানকে পরিচয় করে দিলেন সাংসদ আবদুর রহমান বদি। টকবগে তরুন শাওন তার পিতার প্রতি উখিয়া টেকনাফের মানুষের ভালবাসা দেখে অবিভূত হন।

এমনকি শাওনের সাথে কৌশল বিনিময় করতে মরিয়া হয়ে উঠেন উখিয়া টেকনাফের উপস্থিত জনতা। তিনিও পিতার মতো সাধারন জনতার সাথে হাসি মুখে মিশে যেতে দেখা গেছে।

প্রসঙ্গতঃ শাওন আরমানকে অনেকেই আগেই তেমন চিনতেন না! দূদকের মামলায় এমপি আবদুর রহমান বদি কারাগারের যাওয়ার পর শাওন তার পিতাকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার পর আলোচনায় আসেন। অনেকেই জানলেন শাওন আরমান এমপি আবদুর রহমান বদির ছেলে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।