২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চিটাগংকে উড়িয়ে দিলো রংপুর

চলমান জাতীয় ক্রিকেট লিগে বড় জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ। ফলোঅনে পড়া চিটাগং বিভাগকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নাসির হোসেন, লিটন দাস, নাঈম ইসলাম আর সোহরাওয়ার্দি শুভদের রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের ম্যাচের চতুর্থ দিন জয় পাওয়া রংপুর নিজেদের প্রথম ইনিংসে তোলে ৪৫০ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১৮২ রানেই গুটিয়ে যায় চিটাগংয়ের ইনিংস। ফলোঅনে পড়ে আবারো ব্যাটিংয়ে নামা চিটাগং দ্বিতীয় ইনিংসে তোলে ২৯৭ রান। ফলে, রংপুরের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৩০ রান। বিনা উইকেটে তা টপকে যায় রংপুর।

রংপুরের হয়ে প্রথম ইনিংসে ১২১ রানের দুর্দান্ত শতক হাঁকান সোহরাওয়ার্দি শুভ। তার ২০৪ বলের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। ওপেনার লিটন দাস করেন ৭৩ রান। দলপতি নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ২২ রান। অলরাউন্ডার নাসির হোসেন খেলেন ৩০ রানের ইনিংস।

এছাড়া, প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবারের মতো মাঠে ব্যাট হাতে নেমে আরিফুল হক করেন ৫২ রান। শেষ দিকে ৬৪ রানের ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু। চিটাগংয়ের হয়ে চারটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া, তিনটি উইকেট দখল করেন হোসাইন আলি।

চিটাগংয়ের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন দলপতি ইরফান শুক্কুর। এছাড়া, ২৮ রান করেন ওপেনার অভিষেক মিত্র। ২৫ রান আসে সাইফুদ্দিনের ব্যাট থেকে আর ২৩ রান করেন তাসামুল হক। রংপুরের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন সেঞ্চুরিয়ান সোহরাওয়ার্দি শুভ এবং অভিষিক্ত মোহাম্মদ সাদমান। নাসির হোসেন একটি উইকেট দখল করেন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে চিটাগংয়ের হয়ে ওপেনিংয়ে নামা অভিষেক মিত্র ১১ আর পিনাক ঘোষ ৪৫ রান করেন। ইয়াসির আলির ব্যাট থেকে আসে ৫৮ রান। সাঈদ সরকার ২২, সাইফুদ্দিন ৪৩, ইফতেখার সাজ্জাদ ৪৩ রান করে বিদায় নেন। চিটাগং ২৯৭ রানে অলআউট হলে রংপুরের সামনে মাত্র ৩০ রানের টার্গেট দাঁড়ায়। দুই ওপেনার সায়মন আহমেদ (১৮) আর লিটন দাসের (১২) ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে রংপুর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।