
এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিও জানিয়েছেন, সালাহ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করিয়েছেন। সে জন্য তার প্রথম পছন্দ সিঙ্গাপুর।
শুক্রবার বিকেলে সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা জানান।
জনি জানান, সালাহ উদ্দিনের ওজন প্রায় ১৫ কেজি কমে গেছে। অসুস্থতার কারণে তার কথা জড়িয়ে যাচ্ছে। সালাহ উদ্দিন তার চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ শিলং পৌঁছার পর আইনি প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবদুল লতিফ জনি বলেছেন, অপহরণকারীরা সব সময় সালাহউদ্দিনের চোখ বেঁধে রেখেছিল। তাই কে বা কারা কোথায় রেখেছিল তিনি বলতে পারছেন না।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।