১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যেতে চান সালাহ উদ্দিন

index_80585
 বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চাইছেন। দেশে ফিরে আসার ব্যাপারে তিনি কিছুই বলেননি।জানা গেছে, শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের সময় শিলং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর জ্যোতিমালার কাছে তিনি সিঙ্গাপুর গমনের আগ্রহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদকারী পুলিশ কর্মকর্তাকে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়ে দিতে অনুরোধ করেছেন বলেও আরেকটি সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিও জানিয়েছেন, সালাহ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করিয়েছেন। সে জন্য তার প্রথম পছন্দ সিঙ্গাপুর।

শুক্রবার বিকেলে সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা জানান।

জনি জানান, সালাহ উদ্দিনের ওজন প্রায় ১৫ কেজি কমে গেছে। অসুস্থতার কারণে তার কথা জড়িয়ে যাচ্ছে। সালাহ উদ্দিন তার চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ শিলং পৌঁছার পর আইনি প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবদুল লতিফ জনি বলেছেন, অপহরণকারীরা সব সময় সালাহউদ্দিনের চোখ বেঁধে রেখেছিল। তাই কে বা কারা কোথায় রেখেছিল তিনি বলতে পারছেন না।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।