৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যেতে চান সালাহ উদ্দিন

index_80585
 বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চাইছেন। দেশে ফিরে আসার ব্যাপারে তিনি কিছুই বলেননি।জানা গেছে, শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের সময় শিলং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর জ্যোতিমালার কাছে তিনি সিঙ্গাপুর গমনের আগ্রহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদকারী পুলিশ কর্মকর্তাকে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়ে দিতে অনুরোধ করেছেন বলেও আরেকটি সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিও জানিয়েছেন, সালাহ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করিয়েছেন। সে জন্য তার প্রথম পছন্দ সিঙ্গাপুর।

শুক্রবার বিকেলে সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা জানান।

জনি জানান, সালাহ উদ্দিনের ওজন প্রায় ১৫ কেজি কমে গেছে। অসুস্থতার কারণে তার কথা জড়িয়ে যাচ্ছে। সালাহ উদ্দিন তার চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ শিলং পৌঁছার পর আইনি প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবদুল লতিফ জনি বলেছেন, অপহরণকারীরা সব সময় সালাহউদ্দিনের চোখ বেঁধে রেখেছিল। তাই কে বা কারা কোথায় রেখেছিল তিনি বলতে পারছেন না।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।