১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

চাঁদ উঠেছে নাকি ওঠেনি? অপেক্ষায় গোটা দেশবাসী!

রাজধানীসহ সারাদেশের মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলো-ঈদের চাঁদ উঠেছে নাকি ওঠেনি? ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে বসা জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার রাত আটটা বেজে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাঁদ উঠেছে নাকি ওঠেনি এ ঘোষণা দেয়নি।

আবহাওয়া অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন। দু’একটি স্থানে আকাশ পরিষ্কার থাকলেও কোথাও চাঁদ দেখা যায়নি। বিষয়টি তারা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়েছেন।

অন্য কোনো সূত্র থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেলে তার ভিত্তিতে কমিটি আগামীকাল ঈদ পালিত হবে কি হবে না সে সিদ্ধান্ত দেবেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্বে কমিটির বৈঠক চলছিল।

রাত ৮টা ২৩ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, এখন পর্যন্ত কমিটির সদস্যরা সভা করছেন, কোনো সিদ্ধান্ত হয়নি।

এশার ওয়াক্ত হয়ে গেছে মুসল্লিরা তারাবি নামাজ পড়বে কিনা- এমনটা জানতে চাইলে তিনি বলেন, নামাজ পড়তে অসুবিধা নেই। চাঁদ দেখার ঘোষণা হলে তারাবি নামাজ নফল হিসেবে গণ্য হবে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা চাঁদ দেখার ঘোষণা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লালবাগের বাসিন্দা ফরিদা ইয়াসমিন নামে এক গৃহবধূ জানান, ঈদের আগের রাতেই ঈদের দিন সকালের জন্য সেমাই, ফিরনি, জর্দা, নুডুলস, কাস্টার্ড ও মাংস রান্নার কাজ এগিয়ে রাখি। চাঁদ ওঠা না ওঠার খবর না পেয়ে সংশয়ে আছি।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে ঈ‌দের চাঁদ দেখা নি‌য়ে সংশয় সৃষ্টি হয়। চাঁদ দেখা ক‌মি‌টি নানা পর্যা‌লোচনা শে‌ষে রাত ১০টার দি‌কে পর‌দিন ঈ‌দের ঘোষণা দেয়। ওই বারের ম‌তো এবারও এমন সিদ্ধান্ত আসে কিনা তা শোনার অ‌পেক্ষায় র‌য়ে‌ছে গোটা দেশবা‌সী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।