৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

চট্টগ্রামে আরো ৯৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরো ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে এসব রোগী শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরে ৬৫ জন এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল চার হাজার ১৬৭ জনে।

জানা যায়, বিআইটিআইডির ল্যাবে করোনার পরীক্ষা হয়েছে ২৩২টি। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৬ জনের। নতুন শনাক্তদের মধ্যে ১৭ জন নগরের বাসিন্দা এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চমেকের ল্যাবে ১২৫ জনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে ১৭ জনের। শনাক্ত হওয়া ১৭ জনই নগরের বাসিন্দা। সিভাসুর ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে এ সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে ৩১ জন নগরের এবং বাকি দুজন জেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ২৫ জনের মধ্যে ১৩ জনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৯ জন ও সাতকানিয়া উপজেলায় ৪ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।