২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চকরিয়ায় হাজিয়ান শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল সম্পন্ন

 


চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ানস্থ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার আনুষ্টানিকভাবে সমাপ্ত হয়েছে।
ম্যাচের শুরুতে টুনার্মেন্টে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন ও ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য (চকরিয়া উপজেলার ৮নং ওয়ার্ড) ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সুলতান আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর যুবলীগ নেতা নাজমুল হাসান লিটন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য, স্থানীয় ক্রীড়ানুরাগী জনতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই দেশের ক্রীড়াঙ্গন বিশ^দরবারে মর্যাদার আসনে স্থান পেয়েছে। তিনি খেলাধুলা পছন্দ করেন এবং দেশের খেলোয়াড়দেরকে সম্মানিত করেন বলেই তাঁরা দেশের জন্য গৌরব বয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তিনি বলেন, আজকে যারা বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে সেরা নৈপুণ্য দেখিয়ে সম্মান নিয়ে আসছে তাঁরা এই রকম গ্রামের মাঠে খেলেছে। তাই আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। ছোট ছোট এ ধরণের টুর্নামেন্ট আয়োজন করে এখান থেকে তারকা খেলোয়াড় তৈরী করতে হবে। তিনি এই ধরণের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য খেলার স্পন্সর যুবনেতা নাজমুল হাসান লিটন সহ সকলকে অভিনন্দন জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।