১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

চকরিয়ায় সড়ক সংস্কারে ক্ষুদে শিক্ষার্থীদের অবিনভ প্রতিবাদ

CHAKARIA KAKARA PC 19-

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা, লোটনী, হাজিয়ান (পুরাতন থানা) সংযোগ সড়ক সংস্কারে এলাকার ক্ষুদে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট প্রশাসন সড়ক সংস্কারে কোন উদ্যোগ না নেওয়ায় গতকাল ১৯মে অভিনব এ কাজটি করেছে শিশু শিক্ষার্থরা।
জানাগেছে, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা, লোটনী, হাজিয়ান (পুরাতন থানা) সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। এসড়ক দিয়ে উল্লেখযোগ্য কোন গাড়ী চলাচল করতে পারেনা। সাধারণ জনগণের চলাচলে ভীশনভাবে বিঘœ ঘটার কারণে চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে একাধিকবার আবেদন-অভিযোগ জানা সত্তেও সড়ক উন্নয়নে কোনরূপ ব্যবস্থা নিচ্ছেনা। বিভিন্ন সভা-সমাবেশে একাধিকবার ওয়াদা দিয়ে আসলেও কাজের বেলায় শুন্যই থেকে যায়। স্থানীয়রা দাবী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে এলাকার জনগুরুত্বপূর্ণ এসড়ক সংস্কার কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়। এ সংযোগ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে। এসড়ক দিয়ে চকরিয়া সদরে বিভিন্ন স্কুল কলেজ মাদরাসায় শিক্ষার্থীরা কষ্টের মধ্যে চলাফেরা করছে। তাই অবিনভ প্রতিবাদ স্বরূপ স্থানীয় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা প্রত্যোকের হাতে ইটের টুকরো-কংকর নিয়ে রাস্তার উপর বসে ও দাঁড়িয়ে সংস্কার কাজ করছে। তাদের একটাই দাবী যেন অতি স্বল্প সময়ে এ সড়কের কাজ শুরু করা হয়। এসময় অংশ নেন ক্ষুদে শিক্ষার্থীরা কাদের, তাসিম, নুর মোহাম্মদ, জিশান, পিয়েল, আবির, কায়েস, সায়নুর প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।