২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেবার মানউন্নয়নে সনাকের মাল্টিস্টেকহোল্ডার সভা

 

চকরিয়ায় পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চাই শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ এই স্লোগানে বিদ্যালয়ের সেবার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার লক্ষে এসএমসি, স্লিপ কমিটি, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষকদের অংশগ্রহণে মাল্টিস্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি উক্ত সভার আয়োজন করে।
উপজেলা সনাক শিক্ষা উপ-কমিটির সদস্য মাস্টার আজিজুল হকের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাছিনা বেগম। এতে আরো বক্তব্য রাখেন সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা, এসএসমি সদস্য ও নারী নেত্রী জন্নাতুল বকেয়া রেখা, সক্রিয় মা কমিটির সহ-সমন্বয়ক জোবেদা বেগম, ইয়েস উপ-দলনেতা শ্যামলী জন্নাত ডলি প্রমুখ।
অনুষ্ঠিত সভায় স্কুল শিক্ষকবৃন্দ, এসএমসি’র সদস্য, স্থানীয় সুধীজন ও বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। সভায় বিদ্যালয়ের বিগত কয়েক বছরের সমাপনী পরীক্ষার ফলাফল শেয়ার করা হয় এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্ঠার উপর গুরুত্ব দেয়া হয়। সভায় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে এসএমসিকে সক্রিয় করার বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে। সভায় সিদ্ধান্ত হয় যে, ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবেন এমন ব্যক্তিদের নিয়ে এসএমসি গঠন করা হবে। এছাড়াও সভায় স্কুলের শিক্ষার মান উন্নয়নে কতিপয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
যেসব বিষয়ে আলোচনা হয়েছে তারমধ্যে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি আয়োজন, উপবৃত্তি, শূন্যপদ, মনিটরিং বোর্ড হালনাগাদ ও স্বপ্রণোদিত তথ্যের উন্মুক্ততা, গুণগত শিক্ষা, বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ ও ব্যবহার, অভিযোগ নিস্পত্তি, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ও চাহিদার ভিত্তিতে তথ্য প্রদান, শিক্ষা কর্তৃপক্ষের বিদ্যালয় পরিদর্শন, শ্রেণীকক্ষে যেকোন ধরনের শাস্তি প্রদান থেকে বিরত থাকা, পয়:নিস্কাশন ব্যবস্থা, বই বিতরণ, ঝরে পড়া রোধে পদক্ষেপ ও শিক্ষার্থী বৃদ্ধি, শিক্ষকদের শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন, ক্লাশরুম ও জেন্ডার বৈষম্য ইত্যাদি। সভায় অভিভাবকদের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।