১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

চকরিয়ায় শিক্ষার্থী ভাই-বোনকে হত্যার চেষ্ঠা জড়িত বখাটেদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

 


চকরিয়ায় শিক্ষার্থী ভাই-বোনকে কুপিয়ে হত্যার চেষ্ঠার ঘটনায় জড়িত বখাটেসহ সহযোগিদের অবিলম্বে গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠি শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফাসিয়াখালীস্থ রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সর্বস্থরের জনসাধারণ।
অনুষ্টিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষার্থী পাপিয়া ও তার ভাই হৃদয়কে কুপিয়ে হত্যার চেষ্টায় জড়িত বখাটেসহ অভিযুক্ত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতারপুর্বক আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় বড় ধরণের কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্টিত মানববন্ধনে শিক্ষকদের সাথে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন।
জানা গেছে, প্রথমে প্রেমের প্রস্তাব ও তাতে ব্যর্থ হয়ে পরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাপিয়া সুলতানা প্রিয়াকে (১৪) নানাভাবে উত্ত্যক্ত করতো স্থানীয় বখাটে যুবক ইসলাম ও তাঁর সহযোগি এরফান। এরই জের ধরে গত ২১ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয়ে মহান ভাষা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অভিযুক্ত বখাটেরা জড়ো করে রাস্তায় গতিরোধ করে পাপিয়াকে কুপ্রস্তাব দেয়। এসময় ভিকটিম পাপিয়া ও তাঁর ছোটভাই একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম হৃদয় প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দুই ভাই-বোনকে পিটিয়ে ও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীর মা চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আমেনা বেগম বাদি হয়ে ২৩ ফেব্রুয়ারী চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বখাটে ইসলাম, তার সহযোগি এরফানসহ ৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত শুনানী শেষে অভিযোগটি মামলা হিসেবে রুজু করতে চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেন।
আদালতে মামলা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সর্বশেষ অভিযুক্ত বখাটেরা বিদ্যালয়ে যাওয়ার পথে সর্বশেষ ২৬ ফেব্রুয়ারী সকালে গতিরোধ করে শিক্ষার্থী পাপিয়া ও তার ভাই হৃদয়াকে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্ঠা করে। দ্বিতীয়বারের এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মা আমেনা বেগম বাদী হয়ে ৮জনকে অভিযুক্ত করে চকরিয়া উপজেলা সিনিয়র জুুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন।
অভিযুক্ত আসামীরা হলেন পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নিজপানখালী গ্রামের মো. হানিফের ছেলে বখাটে মোহাম্মদ ইসলাম, ইব্রাহিম, মোহাম্মদ আলীর ছেলে এরফান, বোরহান, আরমান উদ্দিন, মৃত আবদু ছালামের ছেলে মোহাম্মদ আলী ও আবুল হোসেন, মো: হানিফের স্ত্রী জন্নাত আরা বেগমকে।
বাদি আমেনা বেগমের অভিযোগটি আমলে নিয়ে ওইদিনই আদালতের বিচারক অভিযুক্ত ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানি জারি করেন। পরে আদালতের নির্দেশে থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি জন্নাত আরা বেগম ও আরমান উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।