
কক্সবাজারের চকরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও পরীক্ষার খাতা আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতরা এখনো বহাল তবিয়তে রয়েছে। ইতোমধ্যে জড়িতদের গ্রেফতার পুর্বক শাস্তির দাবিতে বিক্ষুদ্ধ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি মানববনন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করলেও জড়িতরা রয়েছে গেছে ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থার কারনে ফের শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলা ও উচ্ছেদ আতঙ্কে ভুগছেন শিক্ষক, শিক্ষার্থীরা।
জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার হারবাংয়ে হলি চাইল্ড একাডেমিতে জায়গা জবরদখলের জন্য পরিকল্পিতভাবে একই এলাকার রাশেদ সরওয়ার ও আবু সায়ীদ বুলুর নেতৃত্বে হামলা চালিয়ে টিনের ঘেরা ভাংচুর ও ২০১৬সালের বার্ষিক পরীক্ষার ফলাফল বিবরণীসহ গুরুত্বপূর্ণ নথিপত্রে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর উল্টো শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এঘটনার জেরে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পুর্বক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার হারবাংয়ের উত্তর পহরচাঁদা বাজারস্থ সড়কে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে অংশ নেন এলাকার শিক্ষানুরাগি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্থরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য পরিচালক অধ্যাপক হাসেম উদ্দিন, পরিচালক শফিউল আলম, পরিচালক মো. জাকারিয়া, পরিচালক ডাঃ একরামুল হক ও পরিচালক এডাভোকেট নাজমুল ইসলাম। এতে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ছালেহ, সহকারী শিক্ষক রাহাত উদ্দিন (জুয়েল), সহকারী শিক্ষিকা আরফাত জন্নাত, অভিভাবক শান্তি বালা দাশ, রবীন্দ্র বড়–য়া, মাস্টার রাকিব আহমদ, মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল হক রিফাত প্রমুখ।
হলি চাইল্ড একাডেমির শিক্ষকরা অভিযোগ করে বলেন, তাদের স্কুলে হামলা ও ভাংচুরের ঘটনায় এখন শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে। এভাবে ভয়ভীতি সৃষ্টি করে পড়ালেখায় ব্যাঘাত ঘটালে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নষ্ট হচ্ছে। এব্যাপারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি প্রশাসনের সহযোগিতা করেছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।