২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় মার্কেটে ঢুকে হামলা, বিদ্যুত মিটার ভাংচুর, একজনকে কুপিয়ে জখম

চকরিয়া পৌর এলাকায় মার্কেটের ভেতরে লাগানো বিদ্যুতের মিটার ভাংচুর করা হয়েছে। এতে বাধা দেওয়ায় হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়েছে মার্কেট মালিকের ভাই মো: হারুনুর রশিদকে (২৭)। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত হারুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল ১৪ মে বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাগেছে, চিরিংগা ওয়াপদা সড়কের ডেভলেপার কোম্পানীর মাধ্যমে আমেনা শপিং সেন্টার মার্কেট নির্মাণ করেন ২নং ওয়ার্ডের শমসেরপাড়া এলাকার মৃত আব্বাস আহমদের ওয়ারিশগন ও তাদের চাচা ইদ্রিছ মিয়া গং। কিন্তু ডেভলেপারের কাছ থেকে ইদ্রিছ মিয়া গং অংশিদারিত্বের সব দোকান ঘর বুঝে নিয়ে উল্টো মরহুম আব্বাছ আহমদ গংয়ের অংশিদারে পাওয়া ৫টি দোকান ঘর জবর দখলে নিতে পায়তারা চালায়। সর্বশেষ আব্বার আহমদের পুত্র ছলিম উল্লাহ’র নামে সরকারী অনুমোদনপ্রাপ্ত বিদ্যুতের ত্রিপিচ নামের মিটার রোববার বিকালে বিদ্যুৎ অফিসের স্টাফরা মার্কেটের ভেতরের দোকানে লাগিয়ে দেন। কিন্তু ৩০মিনিট পর হঠাৎ অপর অংশিদার ইদ্রিছ মিয়া, তার স্ত্রী রূপজাহান, স্থানীয় নুরুল আবছার বাবুলু, ইব্রাহিম, আতিক, হাবিব সহ ১০-১২জনের একদল দূর্বৃত্ত মার্কেটে ঢুকে গ্রীলের তালা ভেঙ্গে মিটার ভাংচুর করে। তাদের বাধা দিতে গিলে হামলায় আহত হয়েছে মালিকের ভাই মো: হারুন। হারুনের বড় ভাই মো: ছলিম উল্লাহ জানিয়েছেন, হামলার ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।