
মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চকরিয়া কেন্দ্রিয় শহীদ মিনারে আগত হাজারো শিক্ষার্র্থী জীবনে কোনদিন দুর্নীতি না করার শপথ নিলো। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-(টিআইবি)’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার ইয়েস গ্রুপ এ শপথের আয়োজন করে। শিক্ষার্থী, শিক্ষক ও আগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবু মোঃ বশিরুল আলম। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি সন্তুষ কুমার সুশীল, ইয়েস উপ-কমিটির আহবায়ক জিয়াউদ্দিন, সনাক সদস্য মুুহাব্বত চৌধুরী এবং ইয়েস ও স্বজন সদস্যবৃন্দ। এর আগে উপস্থিত সনাক সহ-সভাপতির নেতৃত্বে সনাক-স্বজন ও ইয়েস সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও শহীদ মিনার চত্বরে একুশের কবিতা পাঠের আয়োজন করা হয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।