২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় বাসের চাপায় অপর আহত পথচারী ২ যুবকের মৃত্যু হাসপাতালে

চমেক হাসপাতালে মারা যান চকরিয়ার হারবাংয়ের দুই বন্ধু বেলাল উদ্দিন ও রুবেল নাথ।

চকরিয়ায় সৌদিয়া বাসের চাপায় গুরুতর আহতদের মধ্যে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আরো দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবন এলাকার গফুর আলমের ছেলে বেলাল উদ্দিন (১৬) ও একই ইউনিয়নের পশ্চিম বৃন্দাবনের ডাক্তার সুভাষ চন্দ্র নাথের ছেলে রুবেল নাথ (১৮)।
আগেরদিন রাতে সংগঠিত এই সড়ক দুর্ঘটনায় সৌদিয়া চেয়ারকোচ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন মোটর সাইকেল আরোহী দুই যুবক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আব্দুল আলিমের ছেলে কুতুব উদ্দিন (৩০) ও একই এলাকার মোহাম্মদ ইছহাকের ছেলে আবদুর রহিম (২৬)।
নিহতদের মধ্যে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার কুতুব উদ্দিন ও আবদুর রহিম ছিলেন ব্যবসায়ী। গ্রামের এলাকায় তাদের দোকান রয়েছে। চমেক হাসপাতালে মারা যাওয়া চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বেলাল ছিলেন লোহাগাড়া উপজেলার মোস্তাফিজুর রহমান কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী এবং রুবেল নাথ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাশ করেছেন। বেলাল ও রুবেল নাথের লেখাপড়ার এসব বিষয়ে নিশ্চিত করেছেন হারবাংয়ের বাসিন্দা কবি মোসলেহ উদ্দিন।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালক-হেলপার পালিয়ে গেলেও বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাইদুল ইসলাম বলেন, লোহাগাড়া থেকে মোটরসাইকেল করে চকরিয়া যাচ্ছিলেন দুই বন্ধু কুতুব ও রহিম। তারা হারবাং লাল ব্রীজ এলাকায় পৌছলে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখি যাত্রীবাহি সৌদিয়া পরিবহণের একটি বাস মোটর সাইকেলকে চাপা দিয়ে ব্রীজের রেলিংয়ে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারায় দুই মোটরসাইকেল আরোহী। তীব্র গরমে উন্মক্ত বাতাস নিতে ব্রীজের রেলিংয়ে বসা চার যুবকের মধ্যে দুইজন নিহত ও অপর দুইজন বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। সৌদিয়া বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জানতে চাইলে হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত বেলাল উদ্দিন ও রুবেল নাথের মরদেহ বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে আনা হয়। এরপর ওইদিন বেলা ১১টার দিকে নিহত বেলালের নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। অপরদিকে নিহত রুবেল নাথকে সৎকার শেষে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাহ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।