২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় বসতভিটা দখলে দুর্বৃত্তদের হামলা বাড়িতে ভাংচুর, ২ নারীকে পিটিয়ে আহত

 


চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় বসতভিটার জায়গা দখলে প্রতিপক্ষের ভাড়াটে দুর্বৃত্তরা হামলা চালিয়ে একটি পরিবারের বসতবাড়িতে ব্যাপক ভাংচুর করেছে। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে মারধরে দুই নারীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকুপুকুরিয়াস্থ বালাগুল উলুম মাদরাসার পাশের এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত দুই নারীকে গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত পরিবারের গৃহকর্তা স্থানীয় সামসুল আলমের ছেলে মোহাম্মদ হোসেন পুতু জানান, পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকপুকুরিয়াস্থ বালাগুল উলুম মাদরাসার পাশে পৈত্রিক ও ক্রয়কৃত ৩৪ শতক জায়গায় বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘ বছর ধরে শান্তিপুর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু তার পরিবারের ওই জায়গার ভেতর নিজেদের জায়গা আছে দাবি করে কিছুদিন ধরে ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী এলাকার গুল হোসেনের ছেলে বাদশা মিয়াসহ একটি চক্র বসতভিটার জায়গা দখলের জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছে।
ভুক্তভোগী মোহাম্মদ হোসেন পুতু অভিযোগ করেছেন, দখল চেষ্টার জের ধরে সর্বশেষ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত বাদশা মিয়া, তার সহযোগি আবদুল আজিজ পুতু ড্রাইভার, শাহেনা বেগম, বাদশা মিয়ার স্ত্রী সাকেরা বেগম ও আবদুল আজিজের স্ত্রী মোতাহেরা বেগম সহ ১০-১২জনের একটি দুর্বৃত্তদল হঠাৎ করে হামলা করে। এসময় তাঁরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।
গৃহকর্তা মোহাম্মদ হোসেন পুতু জানান, ঘটনার সময় হামলাকারী দুর্বৃত্তদের বাঁধা দিতে গেলে তার বোন মোস্তাফা খাতুন (৫৫) ও শহিদুল ইসলামের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩৫) কে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পরপর খবর পেয়ে চকরিয়া থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আহত দুই নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। হামলার এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের গৃহকর্তা মোহাম্মদ হোসেন পুতু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।