১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় বর্ণমালা একাডেমীতে নতুন বই উৎসবে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থীরা

 


চকরিয়া উপজেলার থানা সেন্টার এলাকার মনোরম পরিবেশে অবস্থিত অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমীতে পহেলা জানুয়ারী সকালে বই উৎসব অনুষ্টিত হয়েছে। বছরের প্রথমদিনে হাতে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। এদিন বর্ণমালা ক্যাম্পাসে বই উৎসব অনুষ্টানে প্রথম থেকে ৮ম শ্রেণীর অন্তত চার শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল। এসময় উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমীর অধ্যক্ষ নুরুল হোছাইন বিকম বিএড, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হোসেন, শিক্ষক আপন শর্মা, সিরাজুল গনী ছোটন, আবদুল্লাহ আল ফারুক লোটাস, আবু ছাদেক মো.রুবেল, অনুপ দাশ, নয়ন চৌধুরী, সাজ্জাদ হোসেন নাঈম প্রমুখ। এছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমীর সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।
জানা গেছে, ২০১৬ সালে অনুষ্টিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে কক্সবাজারের চকরিয়ায় বরাবরের মতো শতভাগ পাস করে উপজেলার শীর্ষস্থানের কৃতিত্ব ধরে রেখেছে থানা সেন্টার এলাকায় অবস্থিত বর্ণমালা একাডেমীর শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি ও পিইসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফলে পিইসিতে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন এপ্লাস, ১৩ জন জিপিএ ফোর, একজন এ মাইনাস পেয়ে শতভাগ পাস করেন। এছাড়া জেএসসিতে অংশ নেওয়া ২০ জনের মধ্যে এপ্লাস পেয়েছেন ৫ জন, এ পেয়েছেন ১৩ জন এবং এ মাইনাস পেয়েছেন ২ জন শিক্ষার্থী।
উপজেলার সাংস্কৃতি সমৃদ্ধ স্কুল বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশীদ দুলাল বরাবরের মতো এবারও বর্ণমালা একাডেমি হতে সকল পরীক্ষার্থী শতভাগ পাস করে সাফল্য ধরে রাখতে সক্ষম হওয়ায় স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহলকে অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।