১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় পুলিশের ওপর নারীদের হামলা:হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে এক আসামী!

dddddddddddddd
চকরিয়ায় পুলিশের ওপর হামলা করেছে কিছু নারী দুর্বৃত্ত। এ সুযোগে হ্যান্ডকাপসহ মামলার আসামি এক ব্যক্তি পুলিশের হাত থেকে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার প্রি ক্যাডেট গ্রাম স্কুলের সামনে। স্থানীয় লোকজন জানিয়েছে, হ্যান্ডকাপসহ আসামী পালিয়ে যাওয়ার পর থেকে তাকে গ্রেফতারে ওই এলাকায় পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শিমুল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ চকরিয়া পৌরসভার প্রি ক্যাডেট গ্রামার স্কুলের সামনে থেকে হালকাকারার বটতলী এলাকার নমী উদ্দিনের ছেলে ওবায়দুল হাকিম ওরফে লাদেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। ওই সময় তাকে গ্রেপ্তারের খবর পেয়ে অন্তত ২০-২৫জন জন নারী জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে নারীদের বাকবিতন্ডা হলে এক পর্যায়ে হ্যান্ডকাপসহ ওবায়দুল হাকিম পালিয়ে যান।
তবে এএসআই শিমুল চৌধুরী হ্যান্ডকাপসহ আসামীর পলায়নের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওবায়দুল হাকিম নামের এক ব্যক্তি মদ খেয়ে মাতলামি করার সময় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতারের চেষ্টা করে। ওই সময় সে পালিয়ে গেলে পুলিশ তাঁর পেছনে নেয়। সে সময় কিছু নারী এসে পুলিশকে বাঁধা দিলে তাকে আর গ্রেফতার করা যায়নি।
স্থানীয় সুত্রে অভিযোগ রয়েছে, পালিয়ে যাওয়া ওবাইদুল হাকিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।