
চকরিয়া উপজেলার হারবাং ইনানি রিসোর্ট এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৭) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাইক্রেবাসের আরো তিন যাত্রী। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এনামুল হক চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত আবদুর রশীদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত এনামুল হকের চাচা সিরাজুল ইসলাম জানান, এনাম গত বৃহস্পতিবার বাড়ীতে আসেন, শনিবার সকালে সে কর্ম¯’লে যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসে করে চট্টগ্রাম যা”িছলেন। তার এক বছর বয়সি এক শিশু সন্তান রয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়া থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস চট্টগ্রাম যা”িছল। মাইক্রোবাসটি উপজেলার হারবাং ইনানি রিসোর্ট এলাকায় পৌছলে কক্সবাজারগামী শাহজালাল পরিবহনের পিকনিকের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী এনামুল হক ঘটনা¯’লে মারা যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি এসআই আবুল হাশেম মজুমদার জানান, নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।