২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় পারিবারিক কলহের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ!


চকরিয়ায় এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়িতে তিনদিন আগে ডেকে নিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে সে গুরুতর অসু¯’ হয়ে পড়লে গতকাল শনিবার দুপুরে মারা যায়। এর পর মা-বাবাসহ আত্মীয়-স্বজন গিয়ে শ্বশুড় বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত দিনমজুরের নাম আবদুর রহিম (২৫)। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের লোটনী গ্রামের মোক্তার আহমদের পুত্র। এ ঘটনার নিহত আবদুর রহিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মনোয়ারা বেগম অভিযোগ করেন, একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পুলেরছড়া গ্রামের আবদুস সাত্তারের মেয়ে ছালেহা বেগমের সঙ্গে বিয়ে হয় তার ছেলে আবদুর রহিমের। বিয়ের পর থেকে পারিবারিক বিরোধ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। প্রায় একমাস আগেও এ ধরণের ঝগড়া হলে ছেলের শ্বশুর ও শ্বাশুরি বাড়িতে এসে মেয়ে ছালেহাকে বাপের বাড়িতে নিয়ে যায়। কিš‘ গত তিনদিন আগে আর ঝগড়া করবেনা আশ্বাস দিলে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আবদুর রহিম।
মনোয়ারা বলেন, আমার ছেলেকে কৌশলে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক পেটায়। এতে সে অসু¯’ হয়ে পড়ে এবং আজ শনিবার দুপুরে সে মারা গেলে এলাকায় প্রচার করে বিষ খেয়ে মারা গেছে আবদুর রহিম। ঘটনার পর থেকে আমার ছেলের বউ, শ্বশুড় ও শ্বাশুড়ি পালিয়ে যায়।’
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।